top of page

সক্রিয় নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা বহাল, জল ছাড়া নিয়ে ডিভিসি-র সমালোচনায় মমতা

কলকাতা: দক্ষিণ বঙ্গের ওপর এখনও সক্রিয় নিম্নচাপ। বিকেল নামতেই কলকাতায় বৃষ্টি। দক্ষিণবঙ্গে আগামী কালও বৃষ্টির সম্ভাবনা। জল ছাড়া নিয়ে ডিভিসি-র সমালোচনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বাভাস মতো সকাল থেকে হেসে উঠেছিল শহরের আকাশ। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামতেই আকাশ কালো। নামল ঝমঝমিয়ে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ওপর এখনও সক্রিয় নিম্নচাপ। তার ফলে আগামী ২৪ ঘণ্টা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। ভারী বৃষ্টি হতে পারে ২ মেদিনীপুর, দুই ২৪ পরগনা সহ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে।

ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় নিম্নচাপের প্রভাবের জেরে ভারী বৃষ্টি হওয়ায় অজয়, দামোদর, কংসাবতী ও ময়ূরাক্ষী নদীতে জলস্তর বাড়ছে। তার ওপর ডিভিসি ফের জল ছাড়ায় রাজ্যের পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ডিভিসি-র ভূমিকা নিয়ে সমালোচনায় সরব মুখ্যমন্ত্রী।

ডিভিসি সূত্রে খবর, মাইথন ও পাঞ্চেত জলাধারে জলস্তর বিপদসীমা ছুঁয়েছে। অবস্থা সামাল দিতে এদিন ব্যারেজগুলি থেকে জল ছাড়া হয় ৪০ হাজার কিউসেক। সেই জল এসে জমছে দুর্গাপর ব্যারেজে। ফলে ৪০ হাজার কিউসেক জল ছাড়তে হয়েছে দুর্গাপুর ব্যারেজকে। এই অবস্থায় বৃষ্টি বন্ধ না হলে রাজ্যে বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে প্রশাসনের একাংশ।


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page